মাধবপুরে তেলিয়াপাড়া দিবস পালন
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৩, ৮:১৭:৩৮ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া স্মৃতিসৌধকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও নিজস্ব ভুমি এবং ৪ এপ্রিল তেলিয়াপাড়া দিবসকে জাতীয়ভাবে পালনের দাবি মুক্তিযোদ্ধাদের। ৪ এপ্রিল ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উদযাপন উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসন, মাধবপুর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মুক্তিযোদ্ধারা বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ৪ এপ্রিল তেলিয়াপাড়া ব্যবস্থাপকের বাংলোতে মুক্তিযুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের ৫২ বছর পেরিয়ে গেলেও সরকারিভাবে তেলিয়াপাড়া দিবসের স্বীকৃতি পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসানের সভাপতিত্বে মঙ্গলবার দুপুরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, হবিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গৌড় প্রসাদ রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মধু, বীর মুক্তিযোদ্ধা আ্ব্দুস সামাদ মন্ডল, আওয়ামীলীগ নেতা শ্রীধাম দাশগুপ্ত, আইয়ূব খান, মুক্তিযোদ্ধা সন্তান বাকী বিল্লাহ, ওসমান মিয়া প্রমুখ।