বিশ্বনাথে বিএসটিআইয়ের অভিযান ৮ দোকানে ২৩ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৩, ৯:০৪:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের বিশ্বনাথে বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিস। মঙ্গলবার মোবাইল কোর্টের মাধ্যমে এই অভিযান চালায় তারা। এসময় ৮টি দোকান থেকে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।।
এসময় মেসার্স মুসলিম সুইটমিট অ্যান্ড ফুড প্রোডাক্টসে বিএসটিআই হতে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতিরেকে বিস্কুট, ব্রেড ও কেক পণ্য বাজারজাত করার অপরাধে ১০ হাজার টাকা, ফিরোজ আলী ফলের দোকান, আহাদ আলী ফলের দোকান, ইসলাম উদ্দিন ফলের দোকান ও লায়েক মিয়া ফলের দোকানে বিএসটিআই হতে ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যতিরেকে একটি ৪০ কেজির ডিজিটাল স্কেল ব্যবহার করে ব্যবসা পরিচালনা করার অপরাধে প্রত্যেককে আলাদাভাবে ২ হাজার টাকা, জাবেদ ফলের দোকান, আলিম উদ্দিন ফলের দোকান ও আইন উদ্দিন ফলের দোকানে বিএসটিআই হতে ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যতিরেকে একটি ৩০ কেজির ডিজিটাল স্কেল ব্যবহার করে ব্যবসা পরিচালনা করার অপরাধে আলাদাভাবে প্রত্যেককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
বিশ্বনাথের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকারের নেতৃত্বে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিসের কর্মকর্তা রাইসুল ইসলাম ও শাওন কুমার ধর আবীর ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।