নায়েক থেকে এএসআই, কমিশনার র্যাংক ব্যাজ পরিয়ে দিলে
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৩, ৮:১২:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপি) কর্মরত নায়েক থেকে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন এসএমপির কমিশনার মো. ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যগণ হলেন- নায়েক মো. রেজাউল ইসলাম রাজু, নায়েক মিন্টু কুমার সরকার, নায়েক সঞ্জয় সূত্রধর, নায়েক মো. মাহামুদুল হাসান ও নায়েক রোকন। বুধবার এসএমপির পুলিশ কমিশনারের কার্যালয়ে এসব র্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মু. মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।