সিলেট থেকে জকিগঞ্জের মাদ্রাসা ছাত্র নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২৩, ৮:১১:৫০ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জের মো. মাহি নামের এক কিশোর সিলেট মোগলাবাজার থানা এলাকা থেকে ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ মাহি (১৫) জকিগঞ্জের কসকনকপুর ইউপির নিয়াগোল গ্রামের মর্তুজা আহমেদের একমাত্র ছেলে এবং সে জামেয়া ইসলামিয়া মজিদিয়া কুচাই সিলেট মাদ্রাসায় লেখাপড়া করে। গত ৩ এপ্রিল কুচাই মাদ্রাসা থেকে পাশের একটি দোকানে যাবার পথে সে নিখোঁজ হয়। এ ঘটনায় সিলেট মোগলাবাজার থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। তার গায়ের রং ফর্সা, উচ্চতা প্রায় ৫ ফুট, চোখের মনি কালো, সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। কোন হৃদয়বান ব্যক্তি মাহির সন্ধান পেয়ে থাকলে মোগলাবাজার থানায় অথবা ০১৭১০৮৯০২১১/ ০১৭৫৫৭৩৫০৪৮ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।





