সিলেটে বিএসটিআই’র এক মাসে ১৪ মোবাইল কোর্ট
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২৩, ৯:২৭:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট বিভাগের ৪ জেলায় গত মার্চ মাসে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ১৪ টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিস। এসময় বেকারি, মুদি দোকান, ডিপার্টমেন্টাল স্টোর, মাছ-মাংসের দোকানসহ বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এসময় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এবং বিএসটিআই আইন ২০১৮ লঙ্ঘনের দায়ে ২১ টি মামলার মাধ্যমে ১ লাখ ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও একই সময়ে সার্ভিল্যান্স অভিযানের মাধ্যমে আইন লঙ্ঘনের দায়ে ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে নিয়মিত ৩টি মামলা করে তারা।





