জৈন্তায় ১ জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২৩, ৯:২৫:২৩ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর ইউনিয়নের ১ নং লক্ষিপুর (ডিসির বন্দ) খাল হতে মোহাম্মদ আলী (৪৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকাল ৪টায় ৪ নং বাংলাবাজার এলাকায় স্টোন ক্রাশার জোনের পশ্চিম পাশে ডিসির বন্দ ধানক্ষেতের মাঝে অবস্থিত খালে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায় স্থানীয় জনতা। বিষয়টি জৈন্তাপুর মডেল থানার পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনতার সহযোগিতায় মরদেহটি পানি থেকে উপরে নিয়ে আসে। উপস্থিত লোকজন মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করে। তার বাড়ী উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের ডুলটিরপাড় গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কানাইঘাট সার্কেলের সিনিয়র এ এস পি মো আব্দুল করিম।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো আব্দুর রব বলেন, উদ্ধার হওয় লাশটির পরিচয় স্থানীয়দের কাছ থেকে পাওয়া যায়, সে গত ৩ দিন পূর্বে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে থানায় কোন সংবাদ দেয়নি। লোক মাধ্যমে সংবাদ পেয়ে আজ আমরা তার লাশ উদ্বার করে থানায় নিয়ে আসি। মৃত্যুর রহস্য উদ্ভঘাটনের জন্য আমরা অনুসন্ধানের কাজ শুরু করে দিয়েছি।