গোলাপগঞ্জে মনির আলী ট্রাস্টের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৩, ৪:৫৪:১২ অপরাহ্ন
গোলাপগঞ্জের বাঘায় মাওলানা মনির আলী ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা এনাম উদ্দিনের বাড়িতে এ ইফতার মাহফিলে বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আব্দুস সবুর।
মাওলানা মনির আলী ট্রাস্টের সভাপতি মাওলানা এনামুল হকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল হাকিম পারভেজ, ইসলামিক ফাউন্ডেশন সিলেটের বিভাগীয় কার্যালয়ের ট্রেইনার হাফিজ মাওলানা আব্দুল আহাদ, পূর্বভাগ মাদ্রাসার মুহতামিম মাওলানা আতিকুর রহমান, মোহাম্মদপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আমির উদ্দিন জালালী, তুরুগাঁও এলাকার মুরব্বি নজরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি