গরু চরাতে গিয়ে নদীতে তলিয়ে নিখোঁজ, ৭ ঘণ্টা পর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৩, ৮:৩৬:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বাড়ি থেকে গরু নিয়ে চরাতে বেরিয়েছিলেন বৃদ্ধ আব্দুর রব (৬০)। পথে গরু নিয়ে নদী পার হতে গিয়ে তলিয়ে যান তিনি। এ সময় কয়েকজন প্রত্যক্ষদর্শী বিষয়টি বুঝতে পেরে আবদুর রবকে খোঁজাখুঁজি শুরু করেন। তবে দীর্ঘসময় চেষ্টার পরও আবদুর রবের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে প্রায় ৭ ঘণ্টা পর সুরমা নদী থেকে আব্দুর রবের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সুরমা নদীর কানাইঘাট মমতাজগঞ্জ বাজার এলাকায় নিখোঁজ হয়েছিলেন আবদুর রব। পরে বিকেল সাড়ে ৪টার দিকে নক্তির গ্রাম এলাকায় সুরমা নদীর পানিতে ভেসে ওঠে তার লাশ। নিহত আব্দুর রব কানাইঘাট উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউপির দর্পনগর পশ্চিম গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় প্রতিদিনই সুরমা নদী পাড়ি দিয়ে আবদুর রব গরু চরাতে যেতেন। সকালেও তিনি গরু নিয়ে কানাইঘাটের মমতাজগঞ্জ বাজারসংলগ্ন সুরমা নদী পার হয়ে যাচ্ছিলেন। তবে এ সময় গরুগুলো নদী পার হয়ে গেলেও তিনি নদীর পানিতে তলিয়ে যান। এ সময় আশপাশে থাকা লোকজন বিষয়টি বুঝতে পেরে আবদুর রবের পরিবারের সদস্যদের খবর দিয়ে নদীতে তল্লাশি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও সুরমা নদীতে উদ্ধার অভিযান শুরু করে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নক্তিপাড়া গ্রামসংলগ্ন এলাকায় আব্দুর রবের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত লাশ উদ্ধার করে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, নিহত আবদুর রবের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কারও কোনো অভিযোগ নেই।