বিএনপি নেতা খন্দকার মুক্তাদির গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৩, ৫:২১:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (৮ এপ্রিল) বিকাল ৩টার দিকে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতর করা হয়।
গ্রেফতারের বিষয়টি দৈনিক জালালাবাদকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ।
তিনি জানান, পুরনো একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হওয়ায় কোতোয়ালী থানার একদল পুলিশ তাকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে।
বিএনপির দলীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১০ দফা দাবিতে সিলেটেও অবস্থান কর্মসূচীর আয়োজন করে বিএনপি। এই কর্মসূচীতে অংশ নেওয়ার জন্যই শনিবার সিলেটে আসেন মুক্তাদির। বিমানবন্দর থেকে বের হওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়।