নওয়াব আলী মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৩, ৯:৩০:১৮ অপরাহ্ন
হাজী নওয়াব আলী মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে সোবহানীঘাটস্থ হাজী নওয়াব আলী মার্কেটে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সমিতির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধরাণ সম্পাদক কাজী বোরহান উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুসামমুদ্দীন চৌধুরী ফুলতলি।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেটের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আবদুল আহাদ, সিলেট মহানগর আল ইসলাহর সাধারণ সম্পাদক আজির উদ্দিন পাশা, হাজী নওয়াব আলী মার্কেরের স্বত্তাধিকারী আব্দুল ফাত্তাহ ফাহিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজী নওয়াব আলী মার্কেট ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি মো. আফরোজ আলী, সহসভাপতি আবদুল হাদি, আজম আলী মিয়া, কোষাধ্যক্ষ আবদুর রকিব রুহেল, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক নাহিদ, সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, প্রচার সম্পাদক আবদুল মানিক, ট্রেড সেন্টার ভেজিটেবল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ছাদ মিয়া, সিনিয়র সহসভাপতি মো. আলেক মিয়া, সাধারণ সম্পাদক রাজু আহমদ, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি আনিসুর রহমান তিতাস, সহ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলাম, অর্থ বিষয়ক সম্পাদক মো. কওছর আলী, শিল্প বিষয়ক সম্পাদক কয়েছ আহমদ সাগর, ব্যবসায়ী পিয়ার উদ্দিন পিয়ার, খলিল আহমদ প্রমুখ।বিজ্ঞপ্তি