জগন্নাথপুরে ইফতার মাহফিলে সর্বস্তরের জনতার অংশ গ্রহণ
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৩, ৯:৩১:২২ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বাধীন ওয়াইফাই, জগন্নাথপুর নেটওয়ার্ক সেন্টার এর উদ্যোগে দোয়া ও ইফাতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার জগন্নাথপুর পৌর শহরের মাহিমা রেস্টেুরেন্টে অনুষ্ঠিত মাহফিলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা পাউবো উপ-সহকারী প্রকৌশলী হাসান গাজী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী হারুন রাশীদ, সাবেক যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন, জগন্নাথপুর থানার এসআই জিয়া উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, পৌর কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ, মাহিমা রেস্টেুরেন্টের পরিচালক মকবুল হোসেন ভূইয়া, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত, স্বাধীন ওয়াইফাই জগন্নাথপুর উপজেলা শাখার পরিচালক সুহেল আহমদ, অরূপ সরকার, রাজন দাস ও তাদের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীগণ এবং সাংবাদিক সহ সর্বস্তরের জনতা অংশ গ্রহণ করেন। এতে দোয়া পরিচালনা করেন হুমায়ূন কবির।