শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ সুরমা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ইফতার
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৩, ৯:৩২:৪৩ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাওলানা সোহেল আহমদ বলেছেন, কুরআন নাজিলের মাস পবিত্র মাহে রমজান। এ মাস মুসলমানদের ব্যক্তি জীবন থেকে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্বস্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালনের দীক্ষা দেয়। মাহে রমজানের এ শিক্ষা আমাদের জীবনের সব পর্যায়ে প্রতিষ্ঠিত করতে হবে। রমজানের শিক্ষার আলোকে আমরা আমাদের জীবন পরিচালনা করতে বেশি করে ইবাদত বন্দেগি করতে হবে। তিনি ব্যক্তি ও সমাজ জীবনকে আলোকিত করতে কুরআন নির্দেশিত পন্থায় সকলকে জীবন পরিচালনা করার আহ্বান জানান।
তিনি শুক্রবার শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা শাখার নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বরইকান্দি নতুন মসজিদ প্রাঙ্গনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরব্বি রেদওয়ান আহমদের সভাপতিত্বে ও সাইদুল আলম জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের নায়েবে আমির রেহান আহমদ হারিছ, দক্ষিণ সুরমা থানা শ্রমিক কল্যাণ সভাপতি কফিল উদ্দিন আলমগীর, সহ-সভাপতি বিলাল মিয়া, সেক্রেটারি হাবিবুর রহমান, সমাজসেবী সোহেল রানা প্রমুখ। বিজ্ঞপ্তি