জামায়াত নেতা সেলিমসহ ৮ জন রিমান্ডে
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৩, ১০:১১:০৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : রাজধানীর ভাটারা থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধ আইনের মামলায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর ৭ জনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত রিমান্ডের এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন- জামায়াতের মহানগর মজলিসের সুরা সদস্য আবুল বাশার, কুমিল্লা জেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সমর্থক আনোয়ারুল হক ওরফে আনোয়ার, শিব্বির আহমেদ, ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম সরকার।
এর আগে, এদিন আসামিদের আদালতে হাজির করে সেলিম উদ্দিনের ১০ দিন, অপর ৭ আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর। আসামিদের পক্ষে এডভোকেট কামাল হোসেনসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত সেলিম উদ্দিনের ৫ দিন এবং অপর ৭ জনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, শুক্রবার সন্ধ্যায় তাদের রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।