পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৩, ৮:২৩:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মৎস্যপোনা অবমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত ও সামাজিক বনায়ন কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
রোববার সকালে এ দুটি কর্মসূচীতে উপস্থিত থেকে পোনা অবমুক্ত ও চারা রোপন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশে কমিশনার মো. ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম মহোদয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মু. মাসুদ রানা, উপ-কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা পিপিএম, উপ-কমিশনার (প্রসিকিউশন এবং ডিবি) মো. জাহেদ পারভেজ চৌধুরীসহ সকল থানার ওসি, আরআই পুলিশ লাইন্স, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।