আওয়ামীলীগ বাহরাইন শাখার ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৩, ৭:৪১:৫৭ অপরাহ্ন
বাহরাইন প্রতিনিধি: ঐক্যবদ্ধ ও সুসংগঠিত বাংলাদেশ আওয়ামীলীগ বাহরাইন শাখার আহবায়ক কমিটির উদ্যোগে প্রবাসী বাংলাদেশীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দেশটির জুফের এলাকার আল মনজিল হোটেল অডিটোরিয়ামে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে আহবায়ক কমিটির প্রধান আহবায়ক মনজুর আহমেদ এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাজহারুল হক নয়ন ও মজিবুর রহমান এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রথম সচিব মোঃ ইলিয়াছুর রহমান, বাংলাদেশ স্কুল বাহরাইনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মইজ চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সভাপতি আসিফ আহমেদ, আহবায়ক কমিটির সদস্য কায়েস আহমেদ, বাহরাইন আওয়ামীলীগ এর সাবেক দুই সভাপতি আলাউদ্দিন নুর ও শাহজালাল, সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম সহ বাহররাইনে অবস্থানরত বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরিশেষ দেশ জাতি মুসলিম উম্মাহর শান্তি কামনায় করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।