কোতোয়ালী থানা স্যানেটারী-টাইলস শ্রমিক ইউনিয়নের ইফতার
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৩, ৭:৪৫:২১ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরের সাবেক সভাপতি মোঃ শাহজাহান আলী বলেছেন, মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিল হওয়ার কারণে রমজানের গুরুত্ব ও তাৎপর্য সবচেয়ে বেশী। সিয়াম সাধনার এই মাসে রয়েছে কুরআন হাদীসের আলোকে পূর্ণাঙ্গ জীবন পরিচালনার সুমহান শিক্ষা। সমাজের প্রতিটি স্তরে ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে শ্রমজীবি ভাইদের উদ্ধুদ্ধ করতে হবে।
তিনি শুক্রবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের আওতাধীন কোতয়ালী থানা স্যানেটারী ও টাইলস শ্রমিক ইউনিয়ন আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
থানা স্যানেটারী ও টাইলস শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেন বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল আহমদ হাওলাদারের সঞ্চালনায় নগরীর নাইওরপুলস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর অফিস ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া ট্রেড ইউনিয়ন থানা-২ এর সহ-সভাপতি এ টি এম খসরুজ্জামান, বরিশাল বিভাগীয় কল্যাণ পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, ট্রেড ইউনিয়নের সহ সভাপতি রফিকুল ইসলাম, আমির হোসেন, গোলাম রহমান ও মোঃ ইয়াসিন প্রমুখ। বিজ্ঞপ্তি