মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম রাজস্ব খাতে স্থানান্তরের আবেদন
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৩, ৮:০৪:৪৯ অপরাহ্ন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পসহ শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে সোমবার দুপুরে সিলেট জেলা প্রশাসক বরাবরে আবেদন জানিয়েছেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ এর সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দ।
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ এর সিলেট জেলা কমিটির সভাপতি হাফিজ মাওলানা নওফেল আহমদ ও সাধারণ সম্পাদক আবিদ হাসান এর নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ে এই আবেদন দাখিল করা হয়।
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন দাখিলের সময় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ এর সিলেট বিভাগীয় সভাপতি কে.এম. মিনহাজ উদ্দিন ও ক্বারী মাওলানা শেখ ফয়জুল ইসলাম সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি