শাহপরান নির্মাণ শ্রমিক ইউনিয়নের ইফতার
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৩, ৮:০৮:৪০ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আওতাধীন শাহপরান থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। সোমবার ট্রেড সভাপতি মো: মুহিবুর রহমান শামিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিস মিয়ার পরিচালনায় শাহপরান থানার ২৪নং ওয়ার্ড এলাকায় উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সহ সাধারণ সম্পাদক মো: আক্কাস আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শাহপরান নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মোক্তার হোসেন, নির্বাহি সদস্য ফারুক মিয়া, নুরুল হক, কাজী খলিলুর রহমান ও শাহপরান রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইদ্রিছ আলী প্রমুখ। বিজ্ঞপ্তি