সিলেট সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৩, ৮:১০:০৬ অপরাহ্ন
সিলেটের শীর্ষস্থানীয় কবি-সাহিত্যিক, শিল্পী ও সংস্কৃতি কর্মীদের সম্মানে সিলেট সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। সোমবার সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট সাংস্কৃতিক সংসদের পরিচালক প্রাবন্ধিক জাহেদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও ছড়াকার কামরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি কবি অধ্যক্ষ কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কথাসাহিত্যিক সেলিম আউয়াল, কবি বাসিত ইবনে হাবীব, কবি নাজমুল আনসারী ও কবি মো. আমিনুল ইসলাম।
ক্বারী মো. ওমর ফারুকের কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট সাংস্কৃতিক সংসদের সহকারী পরিচালক মামুন হোসাইন। ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী শামসুল ইসলাম খান, ফয়সল চৌধুরী, জুবায়ের আহমদ তিতু, মাজেদ মাহফুজ, আর এইচ রাসেল, হোসাইন শাহরিয়ার রাজী, রুবেল হাসান, আহমেদ নাফিস, তাজওয়ার আলম এবং দিশারী শিল্পীগোষ্ঠীর সদস্যবৃন্দ। কবিতা আবৃত্তি করেন হাদিউন নাহিয়ান চৌধুরী ও আহনাফ আনসারী। এছাড়া স্বরচিত কবিতা ও ছড়াপাঠে অংশ নেন কবি মুন্সি আব্দুল কাদির ও নজমুল হক চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট জুনেদ আহমদ, বায়েজীদ মাহমুদ ফয়সল, শিল্পী হেলাল আহমদ, ইমদাদুল ইসলাম ইমরান, কবি মাহফুজ জোহা, কবি আহমদ হোসাইন, লুৎফুর রহমান তোফায়েল প্রমুখ। বিজ্ঞপ্তি