নিখোঁজের ৩৬ ঘণ্টা পর নদীতে ভেসে উঠলো বৃদ্ধের লাশ
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৩, ৮:৪৭:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দিরেশ দাস (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা ছয়ঘড়ি গ্রামের পাশে কুশিয়ারা নদীতে তলিয়ে যাওয়ার প্রায় ৩৬ ঘন্টা পর স্থান থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
দিরেশ দাস উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা ছয়ঘড়ি গ্রামের মৃত রমেশ দাসের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কুশিয়ারা পুলিশ ফাঁড়ির এএসআই শেখর চক্রবর্তী।
জানা যায়, নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা পর মঙ্গলবার ভোর ৪টার দিকে তলিয়ে যাওয়া স্থানে বৃদ্ধের ভাসমান লাশ দেখতে পান তার স্বজনরা। এরপর পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
উল্লেখ্য, গত রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ঘাস পরিষ্কার করতে স্ত্রীকে সাথে নিয়ে উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা ছয়ঘড়ি গ্রামের পাশে কুশিয়ারা নদীতে যান দিরেশ দাস। ঘাস পরিষ্কার শেষে নদীতে গোসল করার সময় হঠাৎ অসুস্থতা বোধ করেন তিনি। এরপর তিনি নদীতে তলিয়ে যান। স্ত্রী চেষ্টা করেও তাকে রক্ষা করতে পারেননি।