সিলেটে কলেজ শিক্ষক সমিতির মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৩, ৫:৫৯:২১ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষসহ শিক্ষকবৃন্দের উপর দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদ ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে ‘বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি’ সিলেট জেলা ও মহানগর কমিটি’র আহ্বানে মঙ্গলবার ১১ এপ্রিল সিলেটের স্থানীয় একটি হোটেলে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল জলিল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সুবল চন্দ্র দাসের পরিচালনায় মতবিনিময় সভায় শিক্ষক নেতৃবৃন্দ গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ সহ শিক্ষকবৃন্দের উপর দায়েরকৃত মিথ্যা মামলায় ও হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। কলেজ শিক্ষকদের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং উক্ত ঘটনার আইনানুগ প্রতিকার দাবি করেন।
নেতৃবৃন্দ উক্ত ঘটনাকে শিক্ষক সমাজের আত্ম মর্যাদার উপর আঘাত উল্লেখ করে এ ঘটনার যথোপযুক্ত বিচার নিশ্চিত করতে সিলেটের প্রগতিশীল শিক্ষক নেতৃবৃন্দের সমন্বয়ে ‘শিক্ষক সমন্বয় কমিটি’ গঠনা করা হয়। অধ্যক্ষ মো. জমির উদ্দিনকে আহ্বায়ক এবং অধ্যক্ষ মো. আব্দুল জলিল কে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট ‘শিক্ষক সমন্বয় কমিটির অন্যান্য সদস্যরা হলেন অধ্যক্ষ অজয় কুমার রায়, অধ্যক্ষ এম আবিদুর রহমান লিটন, উপাধ্যক্ষ সুবল চন্দ্র দাস, অধ্যাপক সালাহ উদ্দিন বেলাল, অধ্যাপক জ্যোতিষ মজুমদার, অধ্যাপক ছাব্বির আহমদ, অধ্যাপক কামরুল আনাম চৌধুরী, প্রধান শিক্ষক আব্দুল মালিক রাজু, প্রধান শিক্ষক রফিকুল আলম, প্রধান শিক্ষক শমসের আলী ও প্রধান শিক্ষক আব্দুল মুমিত। এছাড়া সিলেটের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক নেতা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ, অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ এবং প্রধান শিক্ষক কবির খানের নেতৃত্বে একটা উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
উক্ত ঘটনার প্রতিবাদে শীঘ্রই সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের শিক্ষকদের সাথে নিয়ে মানববন্ধন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের গভর্নিং বডি’র সভাপতি ও সদস্যদের সাথে মতবিনিময়, স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এবং পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি’র সাথে দেখা করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন অধ্যক্ষ তুলসী চরন দাস, অধ্যাপক মো. আবুল খায়ের, অধ্যাপক ফখরুল ওয়াহিদ চৌধুরী, অধ্যাপক সালেহ আহমদ, অধ্যাপক জান্নাত আরা খান, অধ্যাপক রমেন্দু বিকাশ দে, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক নিপু দাশ, অধ্যাপক বিপুল তালুকদার, অধ্যাপক মো. শফিক, অধ্যাপক মনিশংকর ভৌমিক, অধ্যাপক অপু দাস, অধ্যাপক সীতেশ তালুকদার, অধ্যাপক আমিন উদ্দিন, অধ্যাপক মো.সাহিন রাজা, অধ্যাপক বাবুল চন্দ্র দেব, অধ্যাপক শফিকুল ইসলাম, অধ্যাপক মো. আকবর আলী, অধ্যাপক মোহাম্মদ জামাল মিয়া, অধ্যাপক শুভেন্দু শেখর পাল, অধ্যাপক মো. বুরহান উদ্দিন, প্রধান শিক্ষক মো. ফখর উদ্দিন, মো. সুহেল মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি