ওসমানীনগরে সাংবাদিক ফজলুর মাতৃবিয়োগ
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৩, ৮:০৭:১৪ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি :
ওসমানীনগর উপজেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং টিভি ওয়ান এর সিলেট জেলা প্রতিনিধি মোঃ ফজলুর রহমানের মা নেওয়ারুন নেছা বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিলো ৫৩ বছর। বুধবার উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইশবপুর গ্রামের পশ্চিমের মাঠে মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে ওসমানীনগর উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুহিব হাসান ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাদী গভীর শোক প্রকাশ করেছেন।