আরিফের সিগনাল ‘রেড না গ্রিন’?
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৩, ৩:৫৯:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট সিটি নির্বাচনে অংশগ্রহণ করা না করা নিয়ে তুমুল জল্পনার মধ্যে রহস্য আরো বাড়িয়ে দিলেন লন্ডনে অবস্থানরত মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি জানিয়েছেন, নির্বাচনের ব্যাপারে দল থেকে ‘সিগন্যাল’ পেয়েছেন। তবে এটা ‘রেড না গ্রিন’ তা সময়ই বলে দেবে।
মঙ্গলবার লন্ডনের মেনর পার্ক এলাকায় রয়েল রিজেন্টি কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য শাখা যুবদলের পক্ষ থেকে আয়োজিত ইফতার মাহফিলের আগে বক্তব্য রাখতে গিয়ে তিনি এমন কথা বলেন। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত ছিলেন।
আরিফের বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে। তার বক্তব্যের ভিডিও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ব্যাপকভাবে। তিন মিনিট ৩৯ সেকেন্ডের ওই ভিডিওতে একটি হলরুমের ভেতর দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আরিফকে বক্তব্য দিতে দেখা যায়। তিনি হালকা নীল শার্টের উপর গাঢ় নীল ব্লেজার পরিহিত ছিলেন।
আরিফুল তার বক্তব্যের শুরুতেই লন্ডন প্রবাসীদের নিজের, সিলেট সিটি করপোরেশন ও বিএনপির পক্ষ থেকে রমজানের শুভেচ্ছা এবং এ ধরনের আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
মেয়র বলেন, এই সরকারের আমলে দুই দুইবার বিএনপির হয়ে মেয়র নির্বাচিত হয়েছি। কিন্তু এবার যেহেতু আমাদের দল এই স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকারের অধীনে নির্বাচনে যাবে না। সেই ক্ষেত্রে আমরা অটল।
তবে, একটি কথা বলে রাখতে চাই। আজকে যুক্তরাজ্যে আসছি মাত্র চারদিন। হ্যাঁ, আমার সঙ্গে আমার নেতার (তারেক রহমান) মিটিং হয়েছে। তিনি আমাকে একটা সিগন্যালও দিয়েছেন। সেটা রেড কিংবা সবুজ- সেটা সময়ই বলে দেবে ইনশাল্লাহ। আন্দোলনের মধ্য দিয়ে বিজয় অর্জন করব।
তারেক রহমান ও আরিফুল হক চৌধুরী মঞ্চের পাশাপাশি চেয়ারে উপবিষ্ট ছিলেন। আরিফুলের বক্তব্যের মাঝে নেতাকর্মীদের তুমুল হাততালি দিতে দেখা যায়। পরে নেতাকর্মীরা তাকে মঞ্চে রেখে তার নামেও স্লোগান দেন।
সিলেট নগরজুড়ে যখন নির্বাচনের আমেজ বইছে ঠিক সেই মুহূর্তে মেয়র আরিফ লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নির্বাচন ও প্রার্থিতা নিয়ে আলোচনা করতে গেছেন বলে দলের নেতারা জানিয়েছেন।