খালিকিয়া ফাউন্ডেশন’র নগদ অর্থ ও তাল গাছ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৩, ১০:১৬:৪৩ অপরাহ্ন
গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের লামাপাড়া খালিকিয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে নগদ অর্থ ও তালগাছ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার ১২ এপ্রিল খেদমতে খলক্ব-এ নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন খালিকিয়া ফাউন্ডেশন এর আয়োজনে এবং গ্রাফিক্স জোন অফসেট প্রেস এর সহযোগিতায় গোয়াইনঘাটস্থ সালুটিকরের লামাপাড়ায় মাহে রমজান উপলক্ষে ৬০ জন দুস্থদের মাঝে নগদ এক হাজার টাকা ও ২টি করে তাল গাছ বিতরণ করা হয়। খালিকিয়া ফাউন্ডেশনের সভাপতি নেছার আহমদ জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খালিকিয়া ফাউন্ডেশন এর এই মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজের প্রতিটা সামাজিক সংগঠন এভাবে সামাজিক কার্যক্রমে এগিয়েে এলে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ালে অসহায় মানুষগুলো আর অসহায় থাকবে না, এবং তারা নিজেদের অসহায় মনেও করবে না।
অনুষ্ঠানে ৭ নং নন্দির গাঁও ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার মো: জালাল উদ্দিনসহ গোয়াইনঘাট ছাত্র পরিষদের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।