সিসিক ও রেডক্রিসেন্টের অতিমারী বিষয়ক ষ্টেকহোল্ডার সভা
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৩, ৫:৩৪:৪৮ অপরাহ্ন
বিএমএ এর কেন্দ্রীয় মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, অতিমারি বা মহামারী সারা পৃথিবীতে সব সময় আছে, আসবে এবং অতীতে ও ছিল। অতিমারি বা মহামারী মোকাবেলায় সবাইকে নিজেদের ঘর থেকেই প্রথমে প্রস্ততি নিতে হবে।
সিলেট সিটি কর্পোরেশন ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে ডিজিইকো’র অর্থায়নে আইএফআরসি, জার্মান রেডক্রস, ডেনিস রেডক্রসের সহযোগিতায় পাইলট প্রোগ্রাম্যাটিক পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের অধীনে মহামারী ও অতিমারী বিষয়ক ষ্টেকহোল্ডারদের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বুধবার নগরীর একটি অভিজাত হোটেলে ষ্টেকহোল্ডারদের দিন ব্যাপী মহামারী ও অতিমারী বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিলের সভাপতিত্বে ও পিপিপি সিলেট ইউনিটের হেলথ সুপারভাইজার এবিএম মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বক্স লিপন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মস্তাক আহমদ পলাশ, প্যানেল মেয়র কাউন্সিলর এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ডেপুটি ডাইরেক্টর কাজী জানে আলম। মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, পিপিপি প্রজেক্ট সম্পর্কে পরিচিতি তুলে ধরেন পিপিপি সিলেট ইউনিটের ফিল্ড অফিসার মোঃ আব্দুর রাকিব। সভায় বিভিন্ন সংস্থা কর্মরত ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কমিউনিটি রেজিলিয়েন্স প্রোগ্রামের ফিল্ড অফিসার মোঃ নিজাম উদ্দিন, যুব প্রধান পলাশ গুন প্রমূখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি