মাওলানা আব্দুল হালিমের দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৩, ৯:১৮:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন অধ্যক্ষ হাফিজ মাওলানা আব্দুল হালিম আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি বুধবার দিবাগত রাত ১১টয় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান।
বৃহস্পতিবার বেলা আড়াইটায় আলিয়া মাদ্রাসা ময়দানে মরহুমের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। বাদ আসর গোলাপগঞ্জ উপজেলার উত্তর ভাদেশ^র কৈলাশ আলিয়া মাদ্রাসা মাঠে ২য় জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আলিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত ১ম জানাযায় ইমামতি করেন শায়খুল হাদিস মাওলানা ইসহাক আল মাদানী। কৈলাশ মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত ২য় জানাযায় ইমামতি করেন মরহুমের বড় ছেলে মাওলানা সাদিক মোহাম্মদ ইয়াকুব আযহারী। পৃথক জানাযায় সিলেটের শীর্ষস্থানীয় আলেম উলামাসহ বিভিন্ন শ্রেণী পেশার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদের সাবেক সদস্য সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান, আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী, ক্বারী মাওলানা মতিউর রহমান, পীর মাওলানা আব্দুল জব্বার ও শেখঘাট জামে মসজিদের মোতওয়াল্লী শফিক মিয়া প্রমূখ।
বিভিন্ন মহলের শোক: সিলেটের প্রবীণ আলেমে দ্বীন হাফিজ মাওলানা আব্দুল হালিমের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বিভিন্ন মহলের নেতৃবৃন্দ। পৃথক শোকবার্তায় মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
যৌথ বিবৃতিকে শোক প্রকাশ করেন, আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি প্রফেসর সৈয়দ মাওলানা ইকরামুল হক ও সেক্রেটারী হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ, তাহফীজুল কুরআন শিক্ষাবোর্ড সিলেটের সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, ওলামা মাশায়েখ পরিষদ সিলেটের সাবেক সভাপতি মাওলানা ইসহাক আল মাদানী ও সেক্রেটারী ড. মাওলানা এ এইচ এম সোলায়মান, জালালাবাদ ইমাম ফাউন্ডেশন সিলেটের সভাপতি ক্বারী মাওলানা মতিউর রহমান ও সেক্রেটারী হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী, ইত্তেহাদুল কুররা সিলেটের সভাপতি মুফতী আলী হায়দার ও সেক্রেটারী ক্বারী মাওলানা আলা উদ্দিন, বাংলাদেশ মসজিদ মিশন সিলেটের সভাপতি মাওলানা অলিউর রহমান সিরাজী, হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ নুরুজ্জামান আল মাদানী।
নেতৃবৃন্দ বলেন, অধ্যক্ষ হাফিজ মাওলানা আব্দুল হালিম আমৃত্যু কুরআনের খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি দীর্ঘদিন সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলা সিলেটের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি শাহপরাণ জামেয়া ইসলামিয়া পীর মহল্লা, রশীদিয়া দাখিল মাদরাসা টুকেরবাজার, কৈলাশ শাহনুর দাখিল মাদরাসা গোলাপগঞ্জ ও শেখঘাট মসজিদের সাবেক ইমাম ও খতিবসহ বিভিন্ন মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন দ্বীনের দায়ি ও অভিভাবকতুল্য আলেমকে হারালো। যা সহজে পূরণ হবার নয়। আল্লাহ পাক মরহুম মাওলানা আব্দুল হালিমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন। বিজ্ঞপ্তি