নতুন বছর হবে সম্প্রীতির ও সহিষ্ণুতার : সিলেট পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২৩, ১২:২১:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে নববর্ষের শোভাযাত্রায় উপস্থিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নতুন বছর হবে সম্প্রীতির ও সহিষ্ণুতার। কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করে সুন্দর একটি দেশ হবে।
আগামী নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার চায় একটা ফ্রি, ফেয়ার নির্বাচন। এখানে সরকার চাইলেই হবে না, এখানে সব রাজনৈতিক দল ও জনগণেরও দায়িত্ব রয়েছে। সবার আন্তরিকতা থাকলে সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসময় তিনি বলেন, এদেশের জনগণ খুব সেয়ানা, তারা ভোট দিতে কখনও ভুল করে না।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে কড়া নিরাপত্তায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে সিলেটেও শুরু হয় নববর্ষের আনুষ্ঠানিকতা। এতে অংশ নেয় সিলেটের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা।
এছাড়া, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, শ্রুতি সিলেট, আনন্দলোক, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, পাঠশালা, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠন নানা ধরনের সাংস্কৃতিক আয়োজনে বাঙালির প্রাণজ উৎসব পহেলা বৈশাখ পালন করছে।