আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মাননাপত্র প্রদান
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৩, ৪:৫১:১৯ অপরাহ্ন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশ উপলক্ষে জাতীয় পুরস্কার, সম্মাননাপত্র ও শিক্ষাবৃত্তি পুরস্কার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ে এ পুরস্কার প্রদার করা হয়।
সিলেট জেলার আনসার ভিডিপি দলনেতা দলনেত্রী আনসার প্লাটুন কমান্ডারের মধ্যে জাতীয় পুরস্কার, সম্মাননাপত্র, শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও নগদ অর্থ বিতরণ করেন আনসার ও ভিডিপি সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী। সম্মাননাপত্র, ক্রেস্ট ও শিক্ষাবৃত্তি গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে অধ্যয়নরত আকরাহিম নাবিলা।
এসময় উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি মোঃ ফয়সাল হোসেন বিভিএম, আনসার ও ভিডিপি সহকারী পরিচালক তানজিনা হোসেন তৃণা, পিভিএমএস সার্কেল অ্যাডজুটান্ট, আনসার ও ভিডিপি, এ এস এম এনামুল হক, সিলেট সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পিভিএম মোঃ রাশেল গাজী, দক্ষিণ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পিভিএমএস মোছাঃ তানিয়া লাইজু খানম, মোঃ বিশ^নাথ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আমির হোসেন, বালাগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হারুন রশিদ, গোয়াইনঘাট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফাতিমা বেগম, সিলেট সদর উপজেলা প্রশিক্ষক রুপক তালুকদার, বিয়ানীবাজার উপজেলা প্রশিক্ষক মুন্না পাল, জৈন্তপুর উপজেলা প্রশিক্ষক মঈন উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি