খরতাপ ও লোডশেডিংয়ে অতিষ্ঠ রাজনগরের জনজীবন
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৩, ৭:২০:৩১ অপরাহ্ন
রাজনগর প্রতিনিধি: প্রচন্ড খরতাপ ও মাত্রাতিরিক্ত লোডশেডিং এর কারণে অতিষ্ঠ রাজনগরের জনজীবন। হঠাৎ করে অত্যধিক জলীয় বাস্পযুক্ত আর্দ্র বাতাসের কারণে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্ট বিভাগ জানায়। প্রচন্ড গরমের মধ্যে প্রতিদিন টানা ১২ থেকে ১৪ ঘন্টা লোডশেডিং করছে বিদ্যুৎ বিভাগ। টানা লোডশেডিং ও মাত্রাতিরিক্ত গরমে উপজেলার বিভিন্ন অঞ্চলে বৃদ্ধ এবং শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। এদিকে বৈরী এ পরিস্থিতিতে সরকারী, বেসরকারী অফিস ও ব্যবসায়-বাণিজ্যে দেখা দিয়েছে স্থবিরতা। চরম বিপাকে পরেছেন দরিদ্র শ্রমিক ও কৃষককুল।
সংশ্লিষ্ট বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র রমজানের মধ্যে হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধি ও বিদ্যুৎ বিভাগের টানা লোডশেডিং এর কারণে উপজেলার বিভিন্ন এলাকার বয়োবৃদ্ধ ও শিশুরা চরম সমস্যায় পড়েছেন। তাপমাত্রা বৃদ্ধির কারণে জ্বর, নিউমোনিয়া, সর্দি-কাশি জনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হাসপাতালে এ সমস্যাজনিত কারণে রোগী ভর্তি তেমনটা না হলেও আউট ডোরে রোগীরা চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও চলমান তাপমাত্রা অব্যাহত কিংবা বৃদ্ধি পেলে এবং বিদ্যুৎ বিভাগের টানা লোডশেডিং চলমান থাকলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে অনেকেই আশংকা করছেন।
এদিকে, বৈরী এ আবহাওয়ার কারণে বিপাকে পরেছেন উপজেলার দরিদ্র কৃষককুল। উজানে অনাবৃষ্টির কারণে পানি শূন্যতা কৃষকদের আমন চাষে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রকৃতি নির্ভর এ কৃষি ব্যবস্থায় চরম হতাশার মধ্যে রয়েছে রাজনগরের শতশত কৃষক পরিবার। শিক্ষাবর্ষের মাঝামাঝিতে কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখায় চরম অন্তরায় সৃষ্টি করেছে অনাকাঙ্খিত এ বিদ্যুৎ বিপর্যয়। ব্যবসায়-বাণিজ্য ও সরকারী বেসরকারী বিভিন্ন অফিসের অফিসিয়াল কাজকর্মে ধ্বস নেমেছে। ডিজিটালাইজ ব্যাংক-বীমাসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম স্থবির হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন সেবা গ্রহিতা সাধারণ মানুষ।
এ ব্যাপারে রাজনগর পল্লী বিদ্যুৎ অফিস যান্ত্রিক ত্রুটি, মেরামত ও চাহিদার বিপরীতে স্বল্প বরাদ্দের কথা বলছে। রাজনগরের বিভিন্ন বিদ্যুৎ গ্রাহক অভিযোগ করে বলেন, সরকার দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি করলেও রাজনগরের বিদ্যুৎ সেবার কোন অগ্রগতি নেই। বরং দিনদিন রাজনগরের বিদ্যুৎ সেবায় ধ্বস নামছে।
এ ব্যাপারে রাজনগর পল্লীবিদ্যুৎ অফিসের ডিজিএম এমাজ উদ্দিন সরদার জানান, বর্তমানে রাজনগরে প্রায় ১৬শ কিঃ মিঃ বিদ্যুৎ লাইন রয়েছে। নতুন করে আরো সংযোগ দেয়া হচ্ছে। গ্রাহক রয়েছেন প্রায় ৬১ হাজার। গ্রাহক বৃদ্ধির সাথে চাহিদাও বাড়ছে। বর্তমানে রাজনগরে প্রতি দিনের বিদ্যুৎ চাহিদা রয়েছে ১৮ মেগাওয়াট। ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে রাজনগরের জন্য দৈনিক চহিদা অনুযায়ী বরাদ্দ দেয়া হচ্ছে মাত্র ৫ মেগাওয়াট। বিদ্যুৎ বিপর্যয়ের ব্যাপারে তিনি বলেন, চাহিদার তুলনায় স্বল্প বরাদ্দ ও ১১ কেভি ডিস্ট্রিভিউশন লাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সংযোগ বন্ধ করতে হয়।
শ্রীমঙ্গলস্থ মৌলভীবাজার আবহাওয়া অফিস জানায়, হঠাৎ করে অত্যধিক জলীয় বাস্পযুক্ত আর্দ্র বাতাসের কারণে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহের গড় তাপমাত্রা ৩৭-৩৯ ডিগ্রী সে:সি:র মধ্যে উঠানামা করছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা হ্রাস পাবার সম্ভাবনা কম।
রাজনগর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আফজালুর রহমান জানান, তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বৃদ্ধ ও শিশুরা একটু সমস্যায় রয়েছেন। তাপমাত্রা বৃদ্ধির কারণে জ্বর, সর্দি-কাশি, নিউমোনিয়া এসব সমস্যার সৃষ্টি হয়েছে। তবে চিন্তার কোন কারণ নাই। যেকোন সময় যেকোন বয়সের রোগী আসলে তাৎক্ষণিক যথাযথ সেবা দেয়া হবে।