শাহজালাল জামেয়া নাজিরেরগাঁও শাখার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২৩, ৫:৫১:৫৬ অপরাহ্ন
ইত্তেহাদুল কুররা বাংলাদেশ পরিচালিত শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (এমএ) মাদ্রাসা নাজিরেরগাঁও জালালাবাদ সিলেট শাখার কুরআন প্রশিক্ষণ কোর্সের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার বিকেল ৩ টায় মাদরাসা ক্যাম্পাস প্রাঙ্গণে পুনস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
শাখা পরিচালনা কমিটির সভাপতি এম আবুল হোসেন শরীফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার এক্সকিউটিভ ডাইরেক্টর মোহাম্মদ মজির উদ্দিন।
শাখার সিনিয়র ক্বারী মাওলানা সিদ্দিকুর রহমানের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাখার নাজিম ক্বারী মাওলানা জুনাইদ আল হাবিব। বক্তব্য প্রদান করেন ক্বারী মাওলানা হুসাইন আহমদ, ক্বারী মাওলানা আমির হোসাইন, ক্বারী মাওলানা জাহিদুল ইসলাম সহ শাখার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথি মোহাম্মদ মজির উদ্দিন বলেন, কুরআনের শিক্ষা মানুষকে ইহকাল ও পরকালের সাফল্যময় চূড়ায় পৌঁছায়। আজকে যারা কোরআনের পিপাসু শিক্ষা নিচ্ছেন। তারাই আগামী দিনে কুরআনের আলোকিত বার্তা বিশ্বময় ছড়িয়ে দিবেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
শাখার প্রধান ক্বারী মাওলানা আজিজুর রহমান মুসলিম উম্মাহ এবং দেশ ও জাতির কল্যাণের মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। বিজ্ঞপ্তি