রোজাদারদের সুরমা বয়েজ ক্লাব’র ইফতার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২৩, ৭:২১:১২ অপরাহ্ন
পবিত্র মাহে রমজান উপলক্ষে পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উত্তর কাজীটুলা জামে মসজিদের সামনে সুরমা বয়েজ ক্লাব কলবাখানী সিলেট এর আয়োজনে ও নুরউদ্দিন শফিকুন নেছা ফাউন্ডেশনের সহযোগিতায় এই ইফতার বিতরণের আয়োজন করা হয়।
সুরমা বয়েজ ক্লাবের সভাপতি ও সাবেক সিটি কাউন্সিলর দিলোয়ার হোসেন সজিবের সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক শাকির আহমদ খান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল আনোয়ার আলাওর।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সিনিয়র সদস্য গোপাল বাহাদুর প্রমুখ। বিজ্ঞপ্তি