বাহরাইনে বাংলাদেশী সাংবাদিকদের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২৩, ৭:৫০:৩৮ অপরাহ্ন
বাহরাইন প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাহরাইন শাখার সাংগঠনিক সম্পাদক ও বাংলা টিভির বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকীর বড় ভাই শেখ বদরুল ইসলাম সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাহরাইন প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের আয়োজনে বুধবার দেশটির রাজধানী মানামা লিন্নাস মেডিকেল সেন্টারের হল রুমে স্থানীয় সময় রাত ৯ টায় কিউ টিভি ও দৈনিক জালালাবাদের বাহরাইন প্রতিনিধি আশফাক আহমদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে যমুনা টিভির বাহরাইন প্রতিনিধি মো. স্বপন মজুমদারের সভাপতিত্বে ও এন টিভির বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন ও ডিভিসি নিউজ বাহরাইন প্রতিনিধি নোমান সিদ্দিকীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব তাছির উদ্দিন।
উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিজনেস কমিউনিটির প্রধান উপদেষ্টা ফয়সাল মাহমুদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সভাপতি আসিফ আহমেদ, বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক এম এ হাসেম, খ ম আশরাফ, শামসুল হক, মোহাম্মদ কায়েছ আহমেদ, বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক, বাংলাদেশ বিজনেস কমিউনিটির ভারপ্রাপ্ত সভাপতি সাবের আহমেদ, আকবর হোসেন, গিয়াস উদ্দিন মিয়াজী, মাজহারুল হক নয়ন, জসিম উদ্দীন, মুকবুল আহমেদ, ইঞ্জিনিয়ার মাহমুদুল হক, জয়নাল আবেদীন, সুরমান মিয়া, ইঞ্জিনিয়ার শাহেদুল ইসলাম, তাজউদ্দিন সিকান্দার, প্রিন্সিপাল অরুন নায়ার, মাজহারুল ইসলাম বাবু, আল আমিন, কামাল উদ্দিন, মিজানুর রহমান, আবুল বাশার, বাবু দুলাল দাস, সেলিম দড়ি, বিষ্ণুপদ দেব, মো. সুমন, আর টিভির বাহরাইন প্রতিনিধি নাইমুর রহমান শান্ত, বাংলা টিভি বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী, দৈনিক আলোকিত সকালের বাহরাইন প্রতিনিধি মাহির তালুকদার, দৈনিক উচ্চকন্ঠ বাহরাইন প্রতিনিধি মনির হোসেন, সি প্লাস টিভির বাহরাইন প্রতিনিধি তামিম মিসবাহসহ বাহরাইন অবস্থানরত রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।