হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২৩, ৭:৩৩:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ ২ জন নিহত হয়েছে। গতকাল রোববার সকালে বাহুবলে ও দুপুরে আজমিরীগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সিলেট-ঢাকা মহাসড়কের বাহুবল উপজেলার বশিনা এলাকায় গাড়ি চাপায় এলাইছ মিয়া নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হন। তিনি উপজেলার বশিনা গ্রামের জালাল মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার (ওসি) রাকিবুল ইসলাম খান বলেন, এলাইছ মিয়া প্রতিদিনের মতো সকালে সিএনজিটি মিরপুর গ্যারেজ থেকে নিয়ে আসার জন্য বাড়ি থেকে বের হয়। এ সময় বশিনা এলাকার বাসস্ট্যান্ডের কাছে দাড়িয়ে থাকা অবস্থায় একটি গাড়ি তাকে চাপ দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এদিকে, একইদিন দুপুরে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে একটি ট্রলি ধান মাড়াইয়ের করার কলকে ধাক্কা দিলে মাড়াই কলের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান আমিনুর মিয়া নামে আমিরুল মিয়া (৪০) নামের এক যুবক। তিনি ওই গ্রামের মাফু মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপাশা পুলিশ ফাঁড়ি ইনচার্জ (পুলিশ পরিদর্শক) আলমগীর কবির বলেন, লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।