১ নং ওয়ার্ডে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামানের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৩, ৬:১৮:২০ অপরাহ্ন
আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকা মার্কার সমর্থনে নগরীর দরগা মহল্লায় ১নং ওয়ার্ডে এক মতবিনিময় সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, নেতা বা নেতৃত্ব দেওয়ার লক্ষে নয়, নগরবাসীর সেবা করাই আমার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। আমাকে আপনাদের সেবক হিসেবে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করলে উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে সিলেটকে দেশের প্রথম স্মার্ট সিটি হিসেবে রুপান্তর করব।
মতবিনিময় সভায় উপস্থিতি ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুফতী খাবির, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সমাজসেবী মুছাদ্দেকুন নব্বী, সিলেট জেলা যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, লন্ডন মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। বিজ্ঞপ্তি