বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট অজয় বাঙ্গা
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৩, ৬:৫১:৫২ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক অজয় বাঙ্গা। আগামী ২ জুন তিনি দায়িত্ব নিবেন। স্থানীয় সময় বুধবার বিশ্বব্যাংকের বোর্ড অফ গভর্নররা মাস্টারকার্ডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় বাঙ্গাকে পাঁচ বছরের মেয়াদে বিশ্ব দাতা সংস্থাটির প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করেছেন।
ভারতীয়-আমেরিকান ৬৩ বছর বয়সি অজয় বাঙ্গা বেড়ে উঠেছেন ভারতে। এক দশকের বেশি সময় নেতৃত্ব দেওয়ার পর ২০২১ সালে তিনি মাস্টারকার্ড থেকে অবসর নেন। তার সময়ে মাস্টারকার্ডের মুনাফা ব্যাপকভাবে বাড়ে। এর সুবাদে বাঙ্গার যুক্তরাষ্ট্রে সবচেয়ে বিখ্যাত ভারতীয়-আমেরিকান নির্বাহীতে পরিণত হন। মাস্টারকার্ডে যোগ দেওয়ার আগে বাঙ্গা এক দশকের বেশি সময় ভারতে সিটিগ্রুপ ও নেসলেতে চাকরি করেছেন। উল্লেখ্য, বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস তার মেয়াদ শেষ হওয়ার আগেই, আগামী জুনে পদত্যাগ করবেন। তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো ২০২৪ সালের এপ্রিলে।