জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে সাংবাদিক প্রশিক্ষণ
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৩, ৭:০০:৩৫ অপরাহ্ন
বাহরাইন প্রতিনিধি: জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের আরো দক্ষ, সাহসী ও কৌশলী করে গড়ে তুলতে তিনদিন ব্যাপী ভার্চুয়াল ফ্রি-প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে ১ মে রাত ৮টায় ভার্চ্যুয়ালী কোর্সটি শুরু হয়ে ৩ মে কোর্সটির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এতে সারাদেশ ও প্রবাস থেকে ২শ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। দ্বিতীয় ব্যাচের উদ্বোধনী সেশন বৃহস্পতিবার রাত ৮টায় শুরু হবে।
সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতায় নীতি নৈতিকতা, গঠনমূলক আধুনিক সাংবাদিকতা, ডিজিটাল নিরাপত্তা আইন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা সৃষ্টি, গুজব ঠেকাতে করণীয় বিষয়ক ধারণা দেয়া হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এর সভাপতিত্বে ও মডারেটরের মাধ্যমে অতিথি ও রিসোর্সপারসন হিসেবে অভিজ্ঞতা বিনিময় করেন সুপ্রিম কোর্টের আইনজীবি ও বিএমএসএফের আইন উপদেষ্টা এ্যাড. কাওসার হোসাইন, গণমাধ্যম বিষয়ক গবেষক ও প্রবাসী সাংবাদিক ড. মুজিবুর রহমান দফতরী, বাংলাদেশী পতাকাবাহী বিশ্ব পরিব্রাজক নাজমুন নাহার, ঢাকা পোস্টের কান্ট্রি এডিটর মাহবুবুর রহমান সোহাগ, সময় টেলিভিশনের রতন সরকার, আমাদের সময়ের মেহেদী হাসান, বিএমএসএফের আইটি প্রধান ও গবেষক ড. তাওহীদ হাসান, আইটি উপ-প্রধান হাসানুর রহমান সুমন বিভিন্ন বিষয়ের ওপর সেশন পরিচালনা করেন।
প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টিবোর্ডের সদস্য, জাতীয় পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন।