ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৩, ৬:৫৬:১৭ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সেনাবাহিনী উত্তরাঞ্চলীয় শহর নাবলুসে একটি অভিযানের সময় কমপে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং চারজনকে আহত করেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, ‘গুলির তীব্র আঘাতের কারণে শহীদদের মধ্যে দুজনের মুখ সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে, তাদের সনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।’
ইসরায়েলি সেনাবাহিনী এবং গোয়েন্দা পরিষেবা এক বিবৃতিতে বলেছে, নিহতদের মধ্যে দু’জন ৭ এপ্রিল জেরিকোর উত্তরে একটি বন্দুক হামলার জন্য দায়ী ছিলেন। ওই হামলায় বসতি স্থাপনকারী দুই বোন মারা যায়। পরে তাদের আহত মা মারা যান।
নাবলুসের ওল্ড সিটিতে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরায়েলি অভিযানের সময় চার জনকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং কমপে ১৫০ জন স্কুলছাত্র টিয়ার গ্যাস হামলার শিকার হয়েছে। হামলার প্রতিক্রিয়ায় নাবলুসের রাজনৈতিক দলগুলো বৃহস্পতিবার শহরে সাধারণ ধর্মঘট ঘোষণা করেছে।