সুনামগঞ্জে আশ্রায়ন প্রকল্পের গৃহ নির্মাণের অনিয়মের অভিযোগের তদন্ত
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৩, ৭:০৯:২৮ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলার গোরারং ইউনিয়নের সরকারি আশ্রয়ন প্রকল্পে ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ ওঠে গণমাধ্যমে। এসব অভিযোগ তদন্ত করতে অতিরিক্ত জেলা প্রশাসক বিজন কুমার সিংহ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শফিকুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী হরজিত সরকারকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার সকালে তদন্ত কমিটির আহ্বয়ক অতিরিক্ত জেলা প্রশাসক বিজন কুমার সিংহের নেতৃত্বে তদন্ত কমিটি প্রকল্প এলাকার ঘর নির্মাণ কাজ ঘুরে দেখেন এবং অনিয়মের বিষয়ের লিখিত ও মৌখিক বক্তব্য গ্রহণ করেন। স্থানীয়দের সঙ্গে অভিযোগের সত্যতা জানতে চান।
লালপুর গ্রামের ১৪৭ জন ভুমিহীনদের জন্য গৃহ নির্মাণের জন্য ৩ কোটি ৬০ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দেয় সরকার। প্রকল্পের কাজ চলমান থাকা অবস্থায় ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের ২ এপ্রিল পর্যন্ত প্রকল্প এলাকা থেকে নির্মাণ সামগ্রী ইট, রড ও কাঠ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ এপ্রিল সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা কাজী আব্দুর রউফ বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ২০ জনকে আসামি করা হয়। মামলার বাদী কাজী আব্দুর রউফ বলেন, প্রকল্পের নির্মাণ সামগ্রী চুরির ঘটনায় ২০ জনকে আসামি করে সুনামগঞ্জ সদর মডেল থানায় পৃথক তিনটি মামলা দায়ের করি এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জিয়াউল করিম অভিযান চালিয়ে আসামিদের ঘর ও আশ্রয়ণ প্রকল্পের খাল থেকে ইট রড ও কাঠ উদ্ধার করেন।
স্থানীয় জনপ্রতিনিধিরা প্রকল্পের নির্মাণ সামগ্রী চুরির ঘটনা স্বীকার করে বলেন, চুরির মামলা দায়েরের পর থেকে অনিয়মের অভিযোগ ওঠেছে। তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক বিজন কুমার সিংহ বলেন সবার কথা শুনেছি, ঘর পরিদর্শন করেছি। তদন্ত প্রতিবেদন যথাসময়ে দাখিল করা হবে।