সবজির বাগানে গাঁজার গাছ, গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৩, ৮:৩০:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে গাঁজার গাছসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ধৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. মিজানুর রহমান (৬০)। সে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ প্রতাপপুর (ঢালারপাড়) এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম দক্ষিণ প্রতাপপুর (ঢালারপাড়) এলাকার মিজানুর রহমানের বাড়ির উঠানের পূর্ব পাশে সবজি বাগানে অভিযান চালায়। এ সময় সবজি বাগান থেকে ৬টি গাঁজার গাছ উদ্ধার করেন। পরে বাগান মালিক মিজানুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।