টানা ৭ ঘন্টা বিদ্যুৎহীন শেখঘাট ফিডার এলাকা : ৩ ট্রান্সফরমার ব্লাস্ট
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৩, ৯:১৯:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুমারগাঁও সাব-স্টেশনের আওতাধিন শেখঘাট ৩৩ কেভি উপকেন্দ্রের ৩টি ট্রান্সফরমার বিষ্ফোরণে পুড়ে গেছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শেখঘাটের গ্রিডপ্রান্তের ব্রেকার সিটিগুলো একসাথে ব্রাস্ট হয়। এতে শেখঘাট উপকেন্দ্রের আওতাধিন সকল এলাকা টানা ৭ ঘন্টার জন্য বিদ্যুৎহীন হয়ে পড়ে। হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়ে স্থানীয় বাসিন্দাগণ সীমাহিন ভোগান্তিতে পড়েন। সন্ধ্যা সোয়া ৭টার দিকে নতুন ট্রান্সফরমার সংযোজনের পর বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানা গেছে, হঠাৎ বিদ্যুৎ সরবরার বন্ধ হওয়ায় নগরীর শেখঘাট ফিডারের আওতাধিন শেখঘাট, ঘাসিটুলা, মির্জাজাঙ্গাল, জল্লারপাড়, শামীমাবাদ, কানিশাইল, ওসমানী মেডিকেল রোড ও তৎপার্শ্ববর্তী এলাকার মানুষকে দিনভর ভোগান্তির সম্মূখীন হতে হয়েছে। বাসা বাড়ীতে তীব্র পানি সঙ্কট দেখা দেয়। স্থানীয় এলাকাবাসীকে মিনারেল ওয়াটার কিনে নিত্যপ্রয়োজনীয় কাজ করতে হয়েছে।
এদিকে ট্রান্সফরমার ব্লাস্টের সত্যতা স্বীকার করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিভাগীয় অফিসের প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল কাদির। তিনি দৈনিক জালালাবাদকে জানান, এক সাথে ৩টি ট্রান্সফরমার ব্রাষ্ট হওয়ার কারণে শেখঘাট ফিডারের আওতাধিন এলাকায় বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
এ বিষয়ে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর প্রধান প্রকৌশলী ফজলুল করিম দৈনিক জালালাবাদকে বলেন, হঠাৎ যান্ত্রিক ত্রুটিজনিত কারণে একসাথে শেখঘাট ফিডারের গ্রিডপ্রান্তের ৩টি ব্রেকার সিটি ব্রাস্ট হয়ে যায়। ফলে ঐ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একসাথে ৩টি ট্রান্সফরমার সংযোজন করা সময়সাপেক্ষ ব্যাপার ছিলো। আমাদের প্রকৌশলী টীম টানা ৭ ঘন্টায় নতুন ট্রান্সফরমার সংযোজন করে। ফলে দুর্ভোগের অবসান ঘটে।