সিলেটসহ ৮ বিভাগে ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২৩, ১২:০১:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটসহ সারাদেশে কমেছে দিন এবং রাতের তাপমাত্রা। আগামী ৪৮ ঘণ্টায় তা আরও হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও এই সময়ে সিলেটসহ দেশের ৮ বিভাগেই ঝড়বৃষ্টির আভাস দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের ৪৮ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ৩ দিনে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
এদিকে বৃহস্পতিবার দিনের বেলায় সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা সহ বিভাগের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টিপাত হয়েছে বলে সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।