ঈদের পর লাগামহীন নিত্যপণ্যের দাম
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২৩, ১২:১০:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ঈদের পর সিলেটে ফের হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। ঈদের দুই সপ্তাহ যেতে না যেতেই মাছ, চিনি, সবজি, ডিম, পেঁয়াজ, মসলা ও আদার দাম অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে। বৃহস্পতিবার সিলেট নগরীর বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য পাওয়া যায়।
ব্যবসায়ীরা বলেন, ঈদের পর থেকে নিয়ন্ত্রণের বাইরে চিনি ও তেলের দাম। পাশাপাশি পেঁয়াজ, রসুন, আলু, আদাসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। আমদানি কম ও চাহিদা বেশি হওয়ায় এসব পণ্যের দাম বেড়েছে। পেঁয়াজ ৫০ টাকা, আদা ২০০ টাকা, আলু ৪০ টাকা, রসুন ১৬০-২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
একই দৃশ্য নগরীর মুরগী, মাছ ও সবজি বাজারে। নগরীর সুবিদবাজারের মুরগি বিক্রেতা বলেন, ঈদের দুই দিন আগেও ব্রয়লার মুরগির দাম ১৯০ থেকে ২০০ টাকা কেজি ছিল। চাঁদ রাত থেকেই ব্রয়লার মুরগির দাম বাড়তে শুরু করে। এখন ব্রয়লার মুরগি ২৫০ টাকা, সোনালী মুরগি ৩৪০ টাকা ও সাদা কক ৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
রিকাবী বাজারের সবজি বিক্রেতা বলেন, আমদানি কম, তাই বেশ কয়েক প্রকার সবজির দাম বেড়েছে। বেগুন ৫০ টাকা, পটল ৫০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, কুমড়া ৫০ টাকা পিস, ঢেঁড়স ৫০ টাকা, করলা ৬০ টাকা, কাকরোল ৭০ টাকা, মুলা ৪০ টাকা, টমেটো ৪০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা পিস, ফুলকপি ৮০ টাকা কেজি, বরবটি ৬০ টাকা, কাঁচামরিচ ৬০-৮০ টাকা, পেঁপে ৪০-৫০ টাকা, গাজর ৪০-৬০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, লাউ ৬০ টাকা ও শশা ৬০-৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মদিনা মার্কেটের মাছ বিক্রেতা বলেন, সপ্তাহের ব্যবধানে সবপ্রকার মাছের দাম কেজিতে ৫০ টাকা করে বেড়েছে। কালবাউশ মাছ ৩২০ টাকা, ছোট রুই ৩০০ টাকা, কাতল ৩৫০ টাকা, পাবদা ৩৫০-৪০০ টাকা, বাগদা চিংড়ি ৬০০-৭০০ টাকা, সিলভার ২৬০ টাকা, তেলাপিয়া ২৬০ টাকা, বোয়াল ৬০০ টাকা, শিং মাছ ৩৫০-৪০০ টাকা, পাঙ্গাস ২০০-২২০ টাকা, গ্রাসকার্প ২২০ টাকা, কারফু ২৬০-৩০০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে।
আম্বরাখানার মুদি দোকানী নুরুল ইসলাম বলেন, ঈদের পর কয়েকটি পণ্যের দাম বেড়েছে। অস্বাভাবিক হারে বেড়েছে মসলার দাম।
তিনি বলেন, আমদানী মসুর ডাল ১৪০ টাকা, দেশি মসুর ডাল ১৩০ টাকা, খেসারির ডাল ৮০ টাকা, ভাঙা মাসকলাই ১৬০ টাকা, ছোলা বুট ৮০ টাকা, বুটের ডাল ৯০ টাকা, এ্যাংকার ডাল ৭০ টাকা ও মুগডাল ১৩০ টাকা। এছাড়া মরিচের গুঁড়া ১০০ টাকা বেড়ে ৪৪০ টাকা, হলুদ গুঁড়া ৮০ টাকা বেড়ে ২০০ টাকা, জিরা ২০০ টাকা বেড়ে ৮০০ টাকা, ধনিয়া ৮০ টাকা বেড়ে ২০০ টাকা ও চিনি ১৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
বন্দরবাজারের মাংস বিক্রেতারা জানান, বাজারে বর্তমানে খাসির মাংস ৯০০ টাকা ও গরুর মাংস ৭৫০-৮০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এদিকে ফার্মের মুরগির ডিম ৪ টাকা বেড়ে ৪৫ টাকা ও হাঁসের ডিম ৬৫ টাকা হালি বিক্রি হচ্ছে।