মখন মিয়া স্মরণে ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টারে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২৩, ৭:১৮:৩৫ অপরাহ্ন
ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টার ও নোওয়াব আলী সবজি মার্কেটের যৌথ উদ্যোগে শেখ মোঃ মখন মিয়া স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বাদ এশা ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টার এর কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টার এর সভাপতি মোঃ ছাদ মিয়ার সভাপতিত্বে ও ভেজিটেবল মার্কেট কমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ আলেক মিয়ার পরিচালানায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মার্কেটের জামে মসজিদের ইমাম হাফিজ আব্দুল আহাদ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নোওয়াব আলী সবজি মার্কেটের সভাপতি মোঃ আবুল হুসাইন, ভেজিটেবল মার্কেটের সাধারণ সম্পাদক মোঃ রাজু আহমদ, নোওয়াব আলী সবজী মার্কেটের সাধারণ সম্পাদক কাজী বুরহান উদ্দিন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সিনিয়র সহ সভাপতি মোঃ আতিকুর রহমান, জেলার সহ সভাপতি মুফতি মোঃ নেহাল উদ্দিন, শেখ মোঃ মুনসুর আহমদ, শেখ মোঃ মাহবুবুর রহমান (মঞ্জুর), শেখ মোঃ মখসুদুর রহামন, মোঃ কয়ছর আলী, মোঃ আফরুজ মিয়া, মোঃ আং মান্নান, মোঃ খছরু মিয়া, মোঃ মাকুব হুসেন, মোঃ হারিছ মিয়া, মোঃ শফিক মিয়া, মোঃ মাসুদ আহমদ, মোঃ রাজু মিয়া, মোঃ নাহিদ আহমদ, মোঃ রুহেল আহমদ, মোঃ ফজলু মিয়া, মোঃ কবির মিয়া, আব্দুর রব প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ভেজিটেবল মার্কেট জামে মসজিদের খতিব, মাওলানা হাফিজ মোঃ আব্দুস সুকুর। বিজ্ঞপ্তি