বড়লেখায় অভিযুক্তকে না পেয়ে ছোটভাইকে এসআই’র চড়-থাপ্পড়ে এলাকায় ক্ষোভ
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২৩, ৭:২৭:৩১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখার পুলিশ তদন্ত কেন্দ্রের এক এসআইর বিরুদ্ধে গভীর রাতে অভিযুক্ত ব্যক্তিকে বাড়িতে না পেয়ে তার ছোটভাইকে ঘুম থেকে উঠিয়ে চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
জানা গেছে, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বানিকোনা গ্রামের আব্দুল লতিফ একই গ্রামের মৃত আসাব আলীর ছেলে আয়নুল ইসলামের বিরুদ্ধে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রে গাছ কাটার একটি লিখিত অভিযোগ করেন। ঘটনা তদন্ত না করেই শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই সুশান্ত সাহা অভিযুক্ত আয়নুল ইসলামকে তার পক্ষের কয়েকজন লোক নিয়ে যেতে থানায় ডাকেন। গ্রামের গণ্যমান্য কেউ সময় না দেওয়ায় তিনি পুলিশ ফাঁড়িতে যাননি। গত সোমবার মধ্যরাতে এস.আই সুশান্ত সাহা অভিযুক্তের বাড়িতে গিয়ে তাকে পাননি। এসময় তিনি আয়নুল ইসলামের ছোটভাই ময়নুল ইসলামকে ঘুম থেকে তুলে চড়-থাপ্পড় মারেন। এতে তিনি ঘাড় ও কানে আঘাত পান। ঘটনাটি তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করলে লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
ভুক্তভোগী ময়নুল ইসলাম জানান, দারোগা আমাকে ঘুম থেকে তুলে আমার ভাই বাড়িতে নেই কেন এবং থানায় ডাকা হল, কেন যায়নি বলেই সজোরে চড় মারেন। এতে তার কানে ও ঘাড়ে মারাত্মক আঘাত লাগে। কোন অপরাধ না করা সত্ত্বেও কেন পুলিশ অফিসার তাকে চড় মারলেন তিনি বুঝতে পারেননি। বিষয়টি তিনি এলাকার মুরব্বিদের অবগত করেছেন।
এব্যাপারে এস.আই সুশান্ত শাহা বলেন, প্রায় দুই সপ্তাহ থেকে আয়নুল ইসলামকে তদন্ত কেন্দ্রে ডাকছেন। কিন্তু সে যায়নি। তার বিরুদ্ধে গাছ কাটার একটি লিখিত অভিযোগ রয়েছে। তাকে খুঁজতে বাড়িতে যাওয়ার সত্যতা স্বীকার করলেও তার ছোটভাইকে চড় মারার অভিযোগ তিনি অস্বীকার করেন।