মসজিদের সীমানা নিয়ে সংঘর্ষে নিহত ১
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২৩, ৮:০৫:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের ছাতকে জাউয়াবাজার ইউনিয়নে সালিশবৈঠকে দু’পক্ষের সংঘর্ষের আব্দুস সালাম খান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার সময় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয়রা জানান, গ্রামের খাঁন এবং শেখ গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান রয়েছে। বৃহস্পতিবার সকালে মসজিদের জমির সীমানা চিহ্নিত করতে গ্রামে এক বৈঠক বসে। ওই বৈঠকে খান গোষ্ঠীর মুহিব খান, মোজাম্মেল খান এবং শেখ গোষ্ঠীর জয়নাল আবেদীন, শেখ এহিয়ার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার বিরোধ নিয়ে দু’পক্ষের মধ্যে গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে সালিশকারী, শিশু, নারীসহ দু’পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। সংঘর্ষে আহত যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন জাউয়াবাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আহমদ উল্লাহ ভুঁইয়া