মাহমুদ রিমন ডার্লিংটন সিটি কাউন্সিলার নির্বাচিত
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২৩, ৯:০৯:১৮ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : রমালুস মাহমুদ রিমন যুক্তরাজ্যের ডার্লিংটন সিটি কাউন্সিলের (স্টিফেনসন) ওয়ার্ডের লেবারপার্টি থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
তিনি রাজবাড়ির ব্যবসায়ী মোশাররফ হোসেনের পুত্র এবং সাবেক এমপি নেওয়াজ মাহমুদ খৈয়ামের ভাগিনা, সাবেক এমপি নেওয়াজ হালিমা আলীর খালাত ভাই এবং সিলেটের শিক্ষাবিদ লে. কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদের কনিষ্ঠা মেয়ের জামাই।
কাউন্সিলার রিমন লাহোর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির গ্রাজুয়েট ও যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ার থেকে পোস্টগ্রাজুয়েট ডিগ্রি অর্জন করেন। তিনি দীর্ঘদিন থেকে লন্ডনের ডার্লিংটন সিটিতে বসবাস করছেন। তিনি সেখানকার লেবারপার্টির রাজনীতিতে সক্রিয় রয়েছেন।