ওসমানীনগরে রিক্সা চালকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২৩, ৯:০৪:০৬ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কের বুরুঙ্গা প্রথমপাশা কবরস্থানের নিকটে বজেন্দ্র শব্দ কর (৫৫) নামের এক ব্যাটারি চালিত রিক্সা চালকের লাশ পাওয়া গেছে। নিহত বজেন্দ্র উপজেলার তাজপুর ইউনিয়নের লাল কৈলাশ গ্রামের রাজেন্দ্র শব্দ কর এর ছেলে।
জানা যায়, শুক্রবার বিকাল ৩টায় স্থানীয় কিছু লোক রাস্তায় লাশটি পড়ে থাকতে দেখেন। বিষয়টি ওসমানীনগর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে কোন রিক্সা চোর চক্র তাকে হত্য করে রিক্সা চুরি করে নিয়ে যায়।
ওসমানীনগর থানার অফিসার্স ইনচার্জ মাছুদুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।