রাখাইন পরিস্থিতি দেখতে ২৭ সদস্যের প্রতিনিধিদল মিয়ানমারে
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২৩, ৯:১২:৩১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: রোহিঙ্গা প্রত্যাবাসনের আগে মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ২৭ সদস্যের একটি প্রতিনিধিদল সেখানে গেছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের টেকনাফ ট্রানজিট ঘাট দিয়ে নাফ নদী পার হয়ে মিয়ানমারের মংডুর উদ্দেশে রওনা করেন তারা। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। দলে রয়েছেন সাতজন সরকারি কর্মকর্তা ও ২০ রোহিঙ্গা নেতা। এই রোহিঙ্গা নেতাদের বাছাই করা হয়েছে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা, নয়াপাড়া ও জাদিমুড়া এলাকার ২৪, ২৬ ও ২৭ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প থেকে। তবে মিয়ানমারে যাওয়ার আগে তাদের কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
এর আগে, প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের তালিকা যাচাইয়ের জন্য গত ১৫ মার্চ বাংলাদেশে আসে মিয়ানমার সরকারের ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল। তারা প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের দেওয়া রোহিঙ্গাদের তালিকা যাচাই-বাছাই করেন। প্রতিনিধিদলটি টানা সাত দিন বাংলাদেশে আশ্রিত ১৪৭ রোহিঙ্গা পরিবারের মোট ৪৮৬ জনের সঙ্গে সরাসরি কথা বলে এবং তাদের বক্তব্য রেকর্ড করে। গত ২২ মার্চ সকালে প্রতিনিধিদলটি মিয়ানমারে ফিরে যায়।
মিয়ানমারের প্রতিনিধিদলকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল, প্রত্যাবাসনের তালিকায় থাকা রোহিঙ্গারা যাতে আগে থেকে রাখাইনের সার্বিক পরিবেশ স্বচক্ষে দেখে আসতে পারে তার ব্যবস্থা করতে হবে। তারই ধারাবাহিকতায় রোহিঙ্গা প্রতিনিধিদল শুক্রবার রাখাইন যায়।