পাঁচ সিটিতে ঘরোয়া সভা করতেও জানাতে হবে পুলিশকে
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২৩, ৭:৫৮:৫৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: চলতি মে ও আগামী জুন মাসের মধ্যে অনুষ্ঠিত হবে দেশের পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন। এই নির্বাচন ঘিরে আচরণবিধি মানাতে তৎপর নির্বাচন কমিশন। তবু মানছেন না প্রার্থীরা। এবার ইসির প থেকে জানানো হয়েছে, নির্বাচনে প্রার্থী বা তার পে কোনো রাজনৈতিক দল পথসভা বা ঘরোয়া সভা ব্যতীত কোনো সভা করতে পারবে না। এজন্যও জানাতে হবে স্থানীয় পুলিশকে।
শনিবার নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বিষয়টি প্রার্থীদের অবহিত করতে সম্প্রতি রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, কোনো প্রার্থী বা তার পে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান পথসভা ও ঘরোয়া সভা ব্যতীত কোনো জনসভা বা শোভাযাত্রা করতে পারবেন না।
পথসভা ও ঘরোয়া সভা করতে চাইলে প্রস্তাবিত সভার কমপে ২৪ ঘণ্টা আগে তার স্থান এবং সময় সম্পর্কে স্থানীয় পুলিশ কর্তৃপকে অবহিত করতে হবে, যাতে ওই স্থানে চলাচল ও আইনশৃঙ্খলা রার জন্য পুলিশ কর্তৃপ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।
এছাড়া জনগণের চলাচলের বিঘ্ন সৃষ্টি করতে পারে এমন কোনো সড়কে পথসভা বা তদুদ্দেশ্যে কোনো মঞ্চ তৈরি করতে পারবে না। প্রতিপরে পথসভা বা ঘরোয়া সভা বা অন্যান্য প্রচারাভিযান পণ্ড বা তাতে বাধা বা কোনো গোলযোগ সৃষ্টি করতে পারবেন না। নির্বাচনী প্রচার এখনো শুরু হয়নি। এেেত্র প্রতীক বরাদ্দ নিয়ে প্রচারে যেতে পারবেন প্রার্থীরা। এরইমধ্যে নির্বাচন কমিশনের প থেকে জানানো হয়েছে, নির্বাচনী আচরণবিধি না মানলে জেল, জরিমানা; এমনকি প্রার্থিতা বাতিল হতে পারে।