ঢাবি’র ভর্তি পরীক্ষায় শাবিতে উপস্থিতির হার ৯৫%
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২৩, ৮:৩১:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ^বিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে উপস্থিতির হার ৯৪ দশমিক ৫৭ শতাংশ।
সিলেট থেকে আবেদনকারী ১৭৫১ জন শিক্ষার্থীর মধ্যে ১৬৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বাকি ৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। শনিবার দুপুরে ভর্তি পরীক্ষার শাবি উপকেন্দ্রের সমন্বয়ক ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. দিলারা রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।